শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে সাগরপাড়ে স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ করবে সরকার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ সেপ্টেম্বর, ২০২১ ৫:৪৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস জানাতে চট্টগ্রামে এবার স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

নগরীর কাট্টলী এলাকার সাগরপাড়ে খাস জমিতে ২৯ একর জায়গায় নির্মাণ করা হবে স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘর।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

তিনি জানান, চট্টগ্রামের আলাদা গুরুত্বসহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস এখনও নতুন প্রজন্মের কাছে অজানা। তাই সমুদ্রের পাশে মনোরম স্থানে স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আবুল মুনসুর, যাদুঘরের পরিচালক ও চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট, কেন্দ্রীয় শহীদ মিনার ও বহুতল বিশিষ্ট আধুনিক পাবলিক লাইব্রেরি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন ড. আহমেদ কায়কাউস।

প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেল উদ্বোধনের সময় এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান জেলা প্রশাসক মুমিনুর রহমান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর