বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আফগানিস্তানে তল্লাশি চৌকিতে বন্দুকধারীর হামলা, দুই তালেবানসহ নিহত ৩



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ সেপ্টেম্বর, ২০২১ ৭:২৬ : অপরাহ্ণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে দুই তালেবান যোদ্ধা ও একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়ার গেছে।

আজ বুধবার নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই নানগারহার প্রদেশটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগান শাখার প্রধান ঘাঁটি। এর আগেও জালালাবাদে এমন হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অজ্ঞাত বন্দুকধারীরা রিকশাযোগে জালালাবাদের গাওচাক জেলার একটি তল্লাশি চৌকিতে আসে। এর পরই তারা সেখানে গুলি চালায়। এতে দুই নিরাপত্তা রক্ষী এবং একজন বেসামরিক পথচারী নিহত হয়েছেন।

তথ্যটি নিশ্চিত করে তালেবানের এক কর্মকর্তা বলেন, হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

নানগারহার প্রদেশটিকে কয়েক বছর ধরেই আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। গত সপ্তাহেও সেখানকার প্রাদেশিক রাজধানীতে তালেবান সদস্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর