শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ বিসিবি সভাপতি হতে চাইবে না: পাপন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২১ ৯:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমি যদি ক্রিকেট বোর্ডে থাকি, আমার মনে হচ্ছে যে…আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদ (বিসিবি সভাপতি) নিতে চাইবে না। আমি চাই, আমার বোর্ডে যে-ই আসুক, তাদের চ্যালেঞ্জ করা উচিত যে, আমি প্রেসিডেন্ট হতে চাই। তারা বলুক…এখন তো কেউ বলেও না।’

আজ মঙ্গলবার বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা ভালো লক্ষণ নয়, এটা আপনাদের বলতে পারি। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যারা নতুন নতুন দায়িত্ব নেবে। এটার জন্য আমি চাচ্ছি, নেতৃত্ব গড়ে ওঠা উচিত।’

বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশে নেতৃত্বের অভাব নেই। কিন্তু কোনো কারণে কেউ আসতে চায় না। পরিচালক হতে সবাই চায়। এমন কেউ নেই যে, পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথা বললে কেউ নাম বলে না। কেন বলে না, আমি জানি না।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘এবার উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করবো, জানি না সফল হব কিনা। আমি পূর্ণ সমর্থন দেব, যে-ই আসুক। আমাদের কমিটিতে এতোদিন যারা ছিল, আমরা যদি হেরেও যাই, নতুন যে আসুক, পূর্ণ সমর্থন দেবো। যখন যা বলবে, আমি করতে রাজি আছি।’

আগামী মাসেই বিসিবির নির্বাচন। শুরুতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত করা হয় বিসিবি পরিচালকদের। এরপর পরিচালকদের ভোটে নির্বাচন করা হয় সভাপতি। ২০১২ সালে সরকারের মনোনয়নে ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পর ২০১৩ ও ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন পাপন।

নাটকীয় কিছু না হলে টানা তৃতীয় মেয়াদে বিসিবি সভাপতি হচ্ছেন পাপন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর