শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

শেখ হাসিনার সরকার গায়েবি মামলায় বিশ্বাসী নন: কাদের



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ সেপ্টেম্বর, ২০২১ ৭:০০ : অপরাহ্ণ

‘শেখ হাসিনার সরকার গায়েবি মামলায় বিশ্বাসী নন, কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখেন’-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে নিষ্ঠুরতা আর রাজনৈতিক নিপীড়নের যে নজির স্থাপন করেছে বিএনপি, সে রেকর্ড কেউ ভাঙতে পারবে না।’

আজ রোববার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, অন্যদিকে বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি-এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর পৌঁছানোর আগেই বিক্ষোভ-প্রতিবাদ শুরু করছে বিএনপি।’

অপরাজনীতির কারণে বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন ঘরোয়া সিরিজ বৈঠক করছে। এই বৈঠক হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের যতই চেষ্টা করুক, কখনোই সফল হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি আবারও বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর