প্রতিনিধি, কুমিল্লা প্রকাশের সময় :১৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:০১ : অপরাহ্ণ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছে শিশুসহ তিনজন।
আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-মনোহরগঞ্জের খিলা গ্রামের মো. রাফি (২৩) এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ির সিএনজি চালক শাহাদাৎ হোসেন (৩০)।
মৃত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে শুরুতে বিপরীত দিক থেকে আসা মাটি পরিবহনের একটি ট্রাক্টরের আংশিক সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষের পরই বাসটি সামনে এগিয়ে উল্টো দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিয়ে রাস্তার পাশের গর্তের দিকে টেনে নেয়। এরপর অটোরিকশাটির ওপর উঠে যায় বাস।
মনোহরগঞ্জ থানার ওসি মাহবুল কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহত উদ্ধার ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।