নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:১৭ : অপরাহ্ণ
চট্টগ্রামের হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার শুরা কমিটির বৈঠকে মহাপরিচালক নির্বাচিত হওয়ার পর মারা গেছেন মুফতি আবদুস সালাম চাটগামী।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণ নিয়ে শুরা কমিটির বৈঠক চলাকালে হুইল চেয়ারেই তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাদ্রাসার পরিচালক প্যানেলের অপর সদস্য আল্লামা শেখ আহমদ।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণ নিয়ে শূরা কমিটির বৈঠক শুরু হয়।
বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আবদুস সালাম চাটগামীকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। পাশাপাশি আল্লামা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস করা হয়।
এর আগে মুফতি আবদুস সালাম চাটগামী মাদ্রাসাটির পরিচালক প্যানেলের সদস্য ছিলেন।
ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া
নবনির্বাচিত মহাপরিচালক মুফতি আবদুস সালাম চাটগামীর মৃত্যুর পর মাদ্রাসার শুরা কমিটি আবার বৈঠকে বসে। বৈঠকে শুরা কমিটির সদস্যরা মাওলানা ইয়াহিয়াকে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নির্বাচিত করেন।
হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী রাজনীতি সংবাদকে এ তথ্য জানিয়েছেন।