রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ সেপ্টেম্বর, ২০২১ ৯:০৩ : পূর্বাহ্ণ
ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন।
স্থানীয় সময় বুধবার গভীর রাতে দেশটির বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কারাগারের যে ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করছিলেন।
কর্তৃপক্ষ এখনও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে আগুন লাগার ঠিক কত সময় পর সেটি নিয়ন্ত্রণে আনা হয়, তা জানা যায়নি।
রয়টার্স জানিয়েছে, রাজধানী জাকার্তার কাছে অবস্থিত তাংগেরাং শহরটি ইন্দোনেশিয়ার শিল্প-কারখানা ও নির্মাণ শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত।
ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি বলেন, তানজেরাং কারাগারের ব্লক সিতে রাত ১টা থেকে ২টার মধ্যে আগুন লাগে। আগুনের কারণ নির্ণয়ে অনুসন্ধান চলছে বলে তিনি জানান।
ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে সাধারণত ধারণক্ষমতার চেয়ে বেশি লোককে আটক রাখা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী জাকার্তার কাছে তাংগেরাং কারাগারে দুই হাজারের বেশি বন্দী রয়েছে। সংখ্যাটি ধারণক্ষমতার চেয়ে ৬০০ বেশি।