নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২১ ১:৩১ : অপরাহ্ণ
বিদেশগামী যাত্রীদের সুবিধার্থে দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর টেস্টের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এক সপ্তাহের মধ্যে পিসিআর টেস্টের কার্যক্রম শুরু হবে।
আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন।
বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যুক্ত হন।
সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরেই বিদেশগামীদের জন্য করোনার পিসিআর টেস্ট শুরু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সিভিল অ্যাভিয়েশন বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। বিমানবন্দরে স্থাপিত ল্যাবগুলো বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী দুই থেকে চার ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে।’
বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় প্রবাসী শ্রমিকরা বিদেশ যেতে পারছিলেন না। বিমানবন্দরে করোনাভাইরাসের পিসিআর টেস্টের সুবিধা না থাকায় সম্প্রতি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের নেবে না বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এমিরেটস।
করোনাভাইরাস শনাক্তে এখন পর্যন্ত বিশ্ব যে কয়টি নমুনা পরীক্ষা পদ্ধতি আছে তার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষাই সবচেয়ে নির্ভরযোগ্য। এই পদ্ধতিতে রোগীর নাসারন্ধ্র বা মুখের ভেতর থেকে মিউকাস বা লালা সংগ্রহ করা হয়। আরটি-পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষায় একটু সময় লাগলেও অনেকটা নিখুঁত ফল পাওয়া যায়।