প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :৫ সেপ্টেম্বর, ২০২১ ৯:২৫ : অপরাহ্ণ
নোয়াখালীর মাইজদী শহরে আওয়ামী লীগের তিন গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, আগামীকাল সোমবার আওয়ামী লীগের তিন গ্রুপের সমাবেশ ও আলোচনা সভাকে কেন্দ্র করে আজ শোডাউন করা হয়। ওই শোডাউন থেকেই উত্তেজনা ছড়িয়ে পুরো শহরে।
দলীয় সূত্রের খবর, আগামীকাল সোমবার সকাল ১০টায় শহরের টাউন হল মোড়ে মুজিববর্ষ উপলক্ষে সমাবেশের ডাক দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন।
একই সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
অন্য দিকে একই সময়ে নোয়াখালী পৌরসভায় মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করেন মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
রোববার বিকেলে শহরের রশিদ কলোনী থেকে মোটরসাইকেল শোডাউন বের করেন শিহাব উদ্দিন শাহীনের সমর্থকরা। শোডাউনটি শহরের বড় মসজিদ মোড়ে পৌঁছালে তাদের বাধা দেয় পুলিশ।
এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থাকা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারী ও পুলিশের সাথে শাহীনের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে।
এতে শাহীনের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এতে ১৬ জন আহত হন। তখন বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
সোমবার তিন পক্ষের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।
এ পরিস্থিতিতে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
আজ রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান এ আদেশ জারি করেন।
জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম খান জানান, উপজেলার মাইজদী শহর ও আশপাশ ( মাইজদী, দত্তেরহাট, সোনাপুর) এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ সময়ের মধ্যে কোনো দল বা সংগঠন, কোনো ব্যক্তি কোনো সমাবেশ, জনসভা, মিছিল, র্যা লি বের করতে পারবে না। ৫ জনের অধিক লোক জড়ো হতে বা একত্রে চলাচল করতে পারবে না।