নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২১ ৯:৪৫ : অপরাহ্ণ
আওয়ামী লীগকে আক্রমণ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের অবদান কী এদেশের জন্য-এমন প্রশ্ন তুলেছেন তিনি।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আওয়ামী লীগ বন্ধুগণ সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে। আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করে। আমাদের গণতন্ত্রের যিনি নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করার চেষ্টা করে। কিন্তু তারা নিজেদের যদি একবার জিজ্ঞাসা করে যে, তাদের অবদান কী এই দেশের জন্যে?’
নিজেই এই প্রশ্নের ‘উত্তর’ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘তাদের অবদান হচ্ছে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ, তাদের অবস্থান হচ্ছে ভারতে গিয়ে পালিয়ে নেতা সাজা।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘নিজেদের মনে করে যে, তারাই এদেশে স্বাধীনতা নিয়ে এসেছে। আমরা ভুলে যাইনি ৭৪ সালের দুর্ভিক্ষের কথা….। আওয়ামী লীগের ইতিহাস এদেশের আত্মাকে বিক্রি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস এদেশের মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ইতিহাস।’
মির্জা ফখরুল এরপর বিএনপির ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশের স্বাধীনতার ইতিহাস, ৪৩ বছরের ইতিহাস হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশে সত্যিকার অর্থে এই রাষ্ট্র ও এই জাতিকে একটা অস্তিত্ব প্রদানের ইতিহাস।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগ যা শুরু করেছে, কেন করছে? তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রকৃত ইতিহাস থেকে জনগণকে সরিয়ে দিয়ে তারা মিথ্যা ইতিহাস প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য গোয়েবলসীয় কায়দায় মিথ্যা শুধু বারবার বলতেই থাকে। কিন্তু তাতে কোনো লাভ হবে না।’
গণতন্ত্র পুনরুদ্ধারে ‘গণঅভ্যুত্থান’ গড়ে তোলার ডাক দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে এবং এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা দুর্বার গণআন্দোলন গড়ে তুলি, গণঅভ্যুত্থান গড়ে তুলি। যার মাধ্যমে পরাজিত হবে এই স্বৈরাচারী, একনায়ক কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার এবং জনগণের বিজয় হবে।’