বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় এলো হেসেখেলে



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২১ ৬:৪০ : অপরাহ্ণ

মাত্র কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ডটা (৬২) উপহার দিয়েছিল বাংলাদেশ। সেটা ছিল সিরিজের শেষ ম্যাচ। নিজেদের ঠিক পরের ম্যাচে বাংলাদেশ সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকেও।

টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬০ রানের পুরনো রেকর্ডেই আবারো অলআউট নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের রেকর্ড এমনিতেই খারাপ। তার মধ্যে সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুরুটা হলো দুর্দান্ত।

আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস করতে নামেন দুই দলের অধিনায়ক। জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ১৬ ওভার ৫ বলে ৬০ রান সংগ্রহ করে সফরকারীরা।

৬১ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ নাঈম আউট হন। ১ রানে তার বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। কোল ম্যাককনচি অভিষেকে প্রথম বলেই উইকেট পান। শর্ট কভারে হেনরি নিকলসের ক্যাচ হন নাঈম।

পরের ওভারে এজাজ প্যাটেল ১ রানে লিটন দাসকে টম ল্যাথামের ক্যাচ বানান।

এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তবে দলের বিপর্যয় সামাল দিয়ে সাজঘরে ফিরেন সাকিব। দলীয় ৩৭ রানে আউট হন তিনি রাচিন রবীন্দ্রর বলে। ৩৩ বলে ২ চারে ২৫ রান করে টম ল্যাথামের গ্লাভসে ধরা পড়েন সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় এলো হেসেখেলে

তিনি ফিরে গেলেও লড়াই করতে থাকেন মুশফিক। এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। মুশফিক ২৫ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন। যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক রিয়াদ ২২বলে ১৪ রান তুলে ছিলেন।

এর আগে ব্যাট হাতে টাইগার বোলারদের সামনে পাত্তাই পায়নি কিউই ব্যাটসম্যানরা।

বোলিংয়ে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই রচিন রবীন্দ্রকে আউট করেন মেহেদি হাসান। এরপর তৃতীয় ওভারের শেষ বলে উইল ইয়াংয়ের উইকেট নেন সাকিব আল হাসান। চতুর্থ ওভারে এসে আঘাত হানেন নাসুম আহমেদ।

মোহাম্মদ নাঈমের ক্যাচে আউট হন কলিন ডি গ্র্যান্ডহোম। আর ওভারের শেষ বলে নেন টম ব্লান্ডেলের উইকেট।

৪ ওভারে ৯ রানে ৪ উইকেট পতনের পর হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক টম লাথাম। পরের ছয় ওভারে স্কোর বোর্ডে তারা যোগ করেন ৩১ রান। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪০ রান।

পঞ্চম উইকেটে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন অধিনায়ক টম লাথাম। ৪ উইকেটে ৪৩ রান করা কিউই দলটি এরপর ১১ রানের ব্যবধানে হারায় টম লাথম, কোল ম্যাকনচি, হেনরি নিকোলস ও এজাজ প্যাটেলের উইকেট।

নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে আউট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন কোল ম্যাকনচি।

দলীয় ৪৯ রানে সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার হন হেনরি নিকোলস।

সবাই উইকেট পাবেন আর মুস্তাফিজুর রহমান নিজের প্রিয় মাঠে উইকেটশূন্য থাকবেন তা তো হয় না! ডুগ ব্রেসওয়েল আর আজাজ পাটেলকে তুলে জোড়া আঘাত করেন দ্য ফিজ। নিউজিল্যান্ড তখন নিজেদের সর্বনিম্ন রানে ডুবে যাওয়ার লজ্জার কাছে।

মোস্তাফিজুর রহমান

সেটাও পূর্ণ করে দেন মুস্তাফিজ। তার বলে নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান জ্যাকব ডাফি যখন ফিরছেন তখন দলের রান ৬০।

বল হাতে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। আর দুটি করে উইকেট তুলে নেন
নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও সাইফউদ্দিন।

কিউদের আজকের টার্গেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে কোনো দলের সর্বনিম্ন স্কোর। যা নিউজিল্যাণ্ডের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অলআউট হয়েছিল ৬০ রানেই।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৬.৫ ওভারে ৬০/১০ (ব্লান্ডেল ২, রবীন্দ্র ০, ইয়াং ৫, ডি গ্র্যান্ডহোম ১, ল্যাথাম ১৮, নিকোলস ১৮, ম্যাকনকি ০, ব্রেসওয়েল ৫, এজাজ ৩, টিকনার ৩*, ডাফি ৩; মেহেদি ১/১৫, নাসুম ২/৫, সাকিব ২/১০, মুস্তাফিজ ৩/১৩, সাইফ ২/৭)।

বাংলাদেশ: ১৫ ওভারে ৬২/৩ (নাঈম ১, লিটন ১, সাকিব ২৫, মুশফিক ১৬*, মাহমুদউল্লাহ ১৪*; এজাজ ৪-০-৭-১, ম্যাকনকি ১/১৯, রবীন্দ্র ১/২১)।

ফল: ৭ উইকেটে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা: সাকিব আল হাসান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর