নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২১ ৩:৪০ : অপরাহ্ণ
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে মরদেহ আছে, কি নেই-এমন প্রশ্নের উত্তর দিতে নিজেকে ছোট মনে হয়, রুচিতে বাঁধে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ‘ফখরুল সাহেবের কাছে গত দুই বছর বার বার একটা প্রশ্ন করেছি-‘চট্টগ্রামের সার্কিট হাউজ হতে জিয়াউর রহমানের যে লাশ ঢাকায় এলো, একটা লাশের ছবি দেখান।’
আরও পড়ুন: ‘লাশ কোথায় পাবে, লাশ তো পুড়িয়ে ফেলেছে’, নিজেই ‘উত্তর’ দিলেন কাদের
মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যখন এ ধরনের কথা বলা হয়, তখন এটি আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু না। পরিষ্কার কথায় বলতে চাই, জিয়াউর রহমান জাতির অস্তিত্বের সঙ্গে মিশে আছেন।’
মুক্তিযোদ্ধবিষয়ক মন্ত্রীর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘উনাকে উনার নিজের চ্যালেঞ্জ নিতে বলেন। ওনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন কি না সেটা আগে প্রমাণ করুক।’