শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

জনপ্রিয় কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২১ ১০:২০ : পূর্বাহ্ণ

চলে গেলেন দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩১ জুলাই থেকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। তারপর দীর্ঘদিন শহরের একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকার পরও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

এক মাসের বেশি চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। তবে এ বার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না তার।

হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা, মূত্রনালিতে সংক্রমণের পাশাপাশি লিভার ও কিডনির সমস্যা ছিল বুদ্ধদেবের। বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে তার দৃষ্টিশক্তিও ঝাপসা ছিল।

নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছিল সাহিত্যিকের। তাতে সংক্রমণ ধরা না পড়লেও স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি।

১৯৩৬ সালে বাংলাদেশের রংপুরে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব গুহ। তিনি মূলত বন, অরণ্য এবং প্রকৃতিবিষয়ক লেখার জন্য সুপরিচিত। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ঋতু গুহ। তিনি ইংল্যান্ড, ইউরোপের প্রায় সব দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড ও পূর্ব আফ্রিকা ভ্রমণ করেছেন। পূর্ব ভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষের সঙ্গেও তার সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়।

সমকালীন বাংলা সাহিত্যে নিজের জায়গা গড়ে নিয়েছিলেন বুদ্ধদেব। ‘জঙ্গল মহল’ তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পের বই প্রকাশ হয়েছে। বুদ্ধদেব গুহ লেখক হিসেবে খুবই অল্প সময়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তার বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘদিন ধরে বেস্টসেলার। ছোটদের জন্য তার প্রথম বই ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’। ঋজুদা তার সৃষ্ট একটি জনপ্রিয় অভিযাত্রিক গোয়েন্দা চরিত্র।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর