মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন


খুলনা, প্রতিনিধি প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২১ ৯:০৪ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলী রেলস্টেশনে একটি তেলবাহী ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭টায় উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বেলা ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

ওই ট্রেনটির খুলনা থেকে তেলভর্তি ৩০টি বগি নিয়ে নাটোরে যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।

এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনছারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর