রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

মোদির সেই মন্তব্যের জবাবে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো তালেবান


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২১ ২:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবানের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ২০ আগস্ট মোদি টুইট করেছিলেন-‘সন্ত্রাসের ভিত্তিতে কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে একটি সাম্রাজ্য। তবে সেটির অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না।’

সপ্তাহখানেক পরে গতকাল বৃহস্পতিবার মোদির সেই মন্তব্যের কড়া জবাব দিয়েছে কাবুলে সরকার গঠনের পথে থাকা তালেবান।

মোদির মন্তব্যের জবাবে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তালেবানের পরিচিত শীর্ষ নেতাদের অন্যতম শাহাবুদ্দিন দিলওয়ার।

শাহাবুদ্দিন দিলওয়ার বলেন, ‘সরকার পরিচালনায় তাদের সক্ষমতা শিগগিরই জানতে পারবে ভারত।’

রেডিও পাকিস্তানকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মোদিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

ভারতকে সতর্ক করে দিয়ে শাহাবুদ্দিন দিলওয়ার বলেন, ‘ভারত আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যেন নাক না গলায়।’

পাকিস্তানের ব্যাপারে তালেবান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেন, ‘প্রতিবেশী বন্ধুদেশ হিসেবে ৩০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। এ জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পার্সটুডে অবলম্বনে

আরো পড়তে পারেন: বিশ্ববিদ্যালয় খুলছে, ছাত্রলীগকে আটঘাট বেঁধে মাঠে থাকতে নির্দেশ কাদেরের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর