বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বিচারককে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি


প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২১ ৬:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে তালেবান গোষ্ঠীর পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ চলবে তালেবানের অধীনে। বিচার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী। কোর্টে যাওয়ার সময় বিচারক, আইনজীবী, মুহুরি সবাইকে মাথায় তালেবান পাগড়ি পরতে হবে। আদালতের আশেপাশে পুলিশ থাকবে না।’

বিচারককে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি

আজ শুক্রবার জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তদন্ত করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি জিডি করা হয়েছে।

চিঠির প্রেরক হিসেবে সদর উপজেলার দুর্গাদহ এলাকার আশরাফ আলীর নাম উল্লেখ রয়েছে। তবে এখন পর্যন্ত চিঠিটি কে পাঠিয়েছে তাকে চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর