শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

হামিদ কারজাই ও আবদুল্লাহকে ‘গৃহবন্দি’ করেছে তালেবান



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২১ ১:৪৩ : অপরাহ্ণ

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ওআফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সাইলেশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহকে গৃহবন্দি করেছে তালেবান।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার আবদুল্লাহ আবদুল্লাহর ঘনিষ্ঠ এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানায় সিএনএন।

গত সপ্তাহে তালেবান প্রতিনিধিরা কারজাই ও আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠক করেছিলেন যাকে ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠন প্রচেষ্টার অংশ হিসাবে বর্ণনা করা হয়েছিল।

সিএনএন জানিয়েছে, কারজাই ও আবদুল্লাহ এখন কার্যত গৃহবন্দী। হামিদ কারজাইকে আবদুল্লাহ আবদুল্লাহর বাড়িতে পাঠানো হয়েছে। বাড়িটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান।

গত সোমবার তালেবান হামিদ কারজাইয়ের নিরাপত্তা দলের অস্ত্রশস্ত্র এবং গাড়ি জব্দ করেছে। আবদুল্লাহর বাড়িও তল্লাশি করেছে। তাদের নিরাপত্তা সদস্যদেরও প্রত্যাহার করা হয়েছে।

তবে গৃহবন্দী করার খবরের বিষয়ে এখন পর্যন্ত কারজাই ও আবদুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর