শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সিলেট-৩ আসনের উপনির্বাচন ৪ সেপ্টেম্বর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ আগস্ট, ২০২১ ৩:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আদালতের নির্দেশে স্থগিত থাকা সিলেট -৩ আসনের উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর মেয়াদ শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ধাপে ধাপে আগামী ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সকালে নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সিলেট -৩ উপনির্বাচন করতে হবে। সে কারণে ৪ সেপ্টেম্বর এ আসনে ভোটগ্রহণ করা হবে।

গত ২৮ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের একদিন আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশে ভোট স্থগিত করা হয়।

স্থগিত থাকা সংসদীয় আসনটিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত হলেও ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

গত বছরের জুন মাসে প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। করোনার কারণে প্রথম দফায় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়।

ইসি সচিব জানান, এসব ইউপিসহ ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, ইউপি, জেলা পরিষদসহ আটকে থাকা অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর