রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

যে কারণে গণটিকা কর্মসূচি বন্ধ করলো সরকার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ আগস্ট, ২০২১ ১:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গণটিকা কর্মসূচি আর নয়, এখন থেকে নিবন্ধনের মাধ্যমে করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

জাহিদ মালেক বলেন, ‘এই মুহূর্তে আমরা আর গণটিকা কর্মসূচি করছি না। কারণ, এ কর্মসূচি পরিচালনার মতো সেই পরিমাণ টিকা সরকারের হাতে নেই। আগামীতে গণটিকা কথাটাই থাকবে না আর। লম্বা লম্বা লাইন যাতে না হয়, হুড়াহুড়ি করে টিকা নেওয়ার প্রয়োজন নেই। টিকা যে পরিমাণ হাতে থাকবে সেভাবে টিকা দেওয়া হবে।’

ফেব্রুয়ারির মধ্যে দেশে ৮ কোটি লোককে টিকার আওতায় আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে টিকা কিনতে প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে মোট সাড়ে ১০ কোটি টিকা। তবে ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা বিনামূল্যে হু থেকে পাবো। এই টিকা ডিসেম্বর মধ্যে আশার কথা। আগামীতে টিকা নিয়ে সমস্যা হবে না। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাওয়া যাবে। চীন থেকে আরও ১০ লাখ টিকা পাওয়া যাবে।’

জাহিদ মালেক, ‘করোনার সংক্রমণ কমে আসছে, মৃত্যুও কমছে। টিকাদান এখন শহরে বেশি চলছে। দ্বিতীয় ডোজ টিকার সময়সীমা ১৫ দিন করার চিন্তা করছে সরকার। এটা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।’

উল্লেখ্য, দেশে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার নিবন্ধনের জন্য ৪০ বছর বয়স সীমা নির্ধারণ করে সরকার। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।

এদিকে দেশে করোনাভাইরাসের টিকা পেতে সুরক্ষা অ্যাপে নতুন নিবন্ধনের সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। যার মধ্যে দেড় কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন। গত ৫ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের দফায় বয়স আরও ৫ বছর কমিয়ে ৩০ এবং পরে ২৫ করা হয়। সর্বশেষ গত ২১ আগস্ট ঘোষণা আসে ১৮ বছর হলেই নেওয়া যাবে করোনার টিকা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর