নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ আগস্ট, ২০২১ ২:১৬ : অপরাহ্ণ
রাজধানীতে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সকাল ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) দেবাশীষ বর্ধন রাজনীতি সংবাদকে বলেন, দুপুর ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে আমাদের টিম কাজ করছে এখনো।
তিনি বলেন, ভবনের ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ছয়তলা ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। এছাড়া ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থাও ছিলোনা।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, আপাতত চেয়ারম্যান বাড়ি এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। অনেকক্ষেত্রে এই এলাকার ভবন নির্মাণে নিয়ন-নীতি মানা হয়নি।