শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

বরিশালে ইউএনওর বাসায় আ.লীগ নেতা-কর্মীদের হামলা, মেয়র গুলিবিদ্ধ, আহত ৩০



প্রতিনিধি, বরিশাল প্রকাশের সময় :১৯ আগস্ট, ২০২১ ১:২০ : পূর্বাহ্ণ

বরিশাল সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারী বাসভবনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা হামলাকারীদের প্রতিরোধ করতে গুলি চালায়। এতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ ও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনওর বাসভবনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মী রাত সোয়া ১০টায় তার বাসভবনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং গালিগালাজ করতে থাকে।

পুলিশের দাবি, ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা চালাতে গেলে আনসার সদস্যদের সাথে তাদের সংঘর্ষ বাধে।

বরিশাল কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এদিকে গুলিবর্ষণের পরপর বরিশাল মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইউএনওর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করছেন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নইমুল ইসলাম লিটু বলেন, ইউএনও নিজে সিটি করপোরেশনের কাজে বাধা দেন এবং অশোভন আচরন করেন। তার প্রতিবাদ করলে আনসার সদস্যরা দলীয় নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘিরে রেখেছেন ইউএনওর বাসভবন। ইউএনও বাসায় অবস্থান করছেন। সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক বন্ধ রয়েছে।

সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক বন্ধ রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর