শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ফেসবুকে পোস্ট,

আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগের তালা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২১ ৮:১৫ : অপরাহ্ণ

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি টেনে বাংলাদেশের সম্ভাব্য পরিণতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে দুই দফায় পাঁচটি তালা লাগিয়েছে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ। এ অধ্যাপকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজায় ও দেওয়ালে পোস্টারও সাঁটানো হয়।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে ও বিকেলে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের আসিফ নজরুলের ১২৩ নম্বর তালাবদ্ধ কক্ষে দুই দফায় পাঁচটি তালা ঝুঁলিয়ে দেয়।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া আফগানদের দেখিয়ে আসিফ নজরুল গতকাল মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। যেখানে তিনি বলেন ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বুধবার দুপুরে শহীদ মিনারের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে আসিফ নজরুলকে গণধোলাই দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন।

সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আসিফ নজরুল বিভিন্ন সময় জামাত-শিবির ও জঙ্গিবাদীদের উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন।রাজু ভাস্কর্যের সামনে উনি বলেছেন-শিবির হলে কী হয়েছে? শিবির হলে কি তাকে মারতে হবে? আমরা বলে দিতে চাই, শিবির হলেই তাকে মারতে হবে।

তালা লাগানোর পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীরা আসিফ নজরুলের কক্ষের দরজায় বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুনও সাঁটিয়ে দেয়।

এসব ফেস্টুনে লেখা ছিল-‘জঙ্গিবাদের মদদদাতা এবং দেশদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই’, ‘জামাত-শিবিরের এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই!’, ‘আইএসআইয়ের (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের) পেইড এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই!’, ‘দেশদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই!’, ‘জঙ্গিবাদের মদদদাতা আসিফ নজরুলের বিচার চাই!’, ‘তালেবানদের দালাল আসিফ নজরুলের বিচার চাই!’ এসব লেখা পোস্টার লাগানো রয়েছে।

এ বিষয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কোনো কোনো মহল যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, আমি তাতে বিস্মিত ও মর্মাহত। আমার স্ট্যাটাসে কাউকে উল্লেখ করে কিছু বলা হয়নি। এখানে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচনে বিজয়ী সরকার দৃঢ়ভাবে দুনীতিবাজ, সন্ত্রাসী ও উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে এ ধরনের মানুষের মধ্যে ভীতি তৈরি হয়। এমন একটা কথা সম্ভাবনা হিসেবে আমার স্ট্যাটাসে লেখা হয়েছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর