সোমবার, ১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

আশরাফ গনিকে আশ্রয় দিলো সংযুক্ত আরব আমিরাত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২১ ৯:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশ ছেড়ে পালিয়েছেন তিন দিন আগে। তার পর আর খবর মেলেনি তার। এ বার জানা গেলো, সংযুক্ত আরব আমিরাতে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি। মানবিকতার তাগিদে তাকে আশ্রয় দিয়েছে সে দেশের সরকার।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আশরাফ গনিকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করে একটি বিবৃতি দিয়েছে।

লিখিত বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ মানবিকতার তাগিদে সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবারকে আশ্রয় দিয়েছে।’

গত রোববার তালেবান কাবুল দখল করার পরই হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে চলে যান গনি। প্রথমে শোনা যায়, তাজিকিস্তানে আশ্রয় নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু সে দেশের সরকার তাকে ফিরিয়ে দেয়। এর পর গনি ওমানে রয়েছেন বলেও খবর মেলে। শেষ মেশ জানা গেলো, সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি।

এদিকে তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত রোববার আশরাফ গনি কাবুল ছেড়ে পালানোর সময় ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় এক হাজার ৪৩৫ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৩৪০ টাকা) সঙ্গে নিয়ে গেছেন।

এই মুহূর্তে গনি এমন এক প্রাক্তন রাষ্ট্রনেতা, যার গায়ে ‘পার্সন নন গ্রাটা’ তকমা লেগে গিয়েছে। কূটনীতির ভাষায় এর অর্থ-এমন এক রাষ্ট্রনেতা, বিশিষ্ট ব্যক্তি অথবা কূটনীতিবিদ, সব দেশে যার প্রবেশে অনুমতি নেই।

এর আগে, ২০১৭ সালে তাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলুক সিনাওয়াত্রা দুবাইয়ে আশ্রয় পান। স্পেনের রাজা হুয়ান কার্লোস গত বছর সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন। ২০০৭ সালে পাকিস্তানে খুন হওয়ার আগে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দীর্ঘ আট বছর সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছিলেন।

সূত্র: সিএনএন ও বিবিসি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর