সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

‘যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা, শিগগিরই সরকার গঠন: তালেবান



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২১ ১০:২০ : পূর্বাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ‘যুদ্ধ শেষের’ ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।

গতকাল রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছিল তালেবানরা। সেনাকে নিয়ে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েও তালেবানিদের মোকাবিলা না করতে পেরে পদত্যাগ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এমনকি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সৈন্যবাহিনী এরই মধ্যে আফগানিস্তান ত্যাগ করেছে।

এই পরিস্থিতিতে ‘যুদ্ধ শেষের’ ঘোষণা দিয়েছে তালেবানরা।

আমেরিকান সেনা আফগান মুলুক ছেড়ে চলে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে দেশের দখল নিয়েছে তালেবান। তালবানদের মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে আফগান সেনারা ৷ বহু সেনা প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই আফগানিস্তান ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয়ের খোঁজে গিয়েছেন। গোটা আফগানিস্তান এখন তালেবানের দখলে।

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাইম আলজাজিরা টেলিভিশনকে বলেছেন, ‘আজকের দিনটি আফগানিস্তানের জনগণ ও মুজাহিদদের জন্য মহান একটি দিন। ২০ বছরের ত্যাগ ও প্রচেষ্টার ফল দেখতে পাচ্ছে তারা। আল্লাহকে অশেষ ধন্যবাদ, দেশে যুদ্ধ বন্ধ হয়েছে।’

তালেবানের এই মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের দেশ এবং জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছিলাম, সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আমাদের দেশকে অন্য কোনো পক্ষের বিরুদ্ধে কাউকে ব্যবহার করতে দিব না আমরা। এবং আমরা অন্য কারও ক্ষতিসাধনও করতে চাই না।’

প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকেই ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’ সরকার গড়ার ঘোষণা করতে পারে তালেবানরা।

মোহাম্মদ নাইম বলেন, ‘অচিরেই আফগানিস্তানের নতুন শাসনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তালেবান কখনোই ঘরের কোণে বন্দি থাকতে চায়নি। আমরা শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কগুলোও বজায় রাখতে চাই।’

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর