শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

আমি কঠিন পরীক্ষার মুখে পড়েছিলাম: আশরাফ গনি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২১ ১১:৩০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তালেবান সশস্ত্র গোষ্ঠীর অবরোধের মুখে কাবুল থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, আফগানিস্তানে রক্তের বন্যা এড়াতেই তিনি দেশে ছেড়েছেন। তার হাতে এর কোন বিকল্প ছিল না।

গতকাল রোববার দেশত্যাগের পর আফগান নাগরিকদের উদ্দেশে ফেসবুকে বার্তায় তিনি এ কথা বলেন।

আশরাফ গনি ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমি কঠিন পরীক্ষার মুখে পড়েছিলাম। ভেবেছিলাম, রাষ্ট্রপতি ভবনের দখল নিতে আসা তালেবানদের মখোমুখি হবো, নাকি গত ২০ বছর ধরে যে দেশকে আমি রক্ষা করছি, সেই দেশ ছাড়বো। তালেবানরা কাবুল এবং কাবুলবাসীকে ধ্বংস করতেই এসেছে। সেজন্য রক্তপাত এড়াতে আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘তালেবান আমাকে সরিয়ে দিতে পেরেছে। তারা কাবুলে ঢুকে পড়েছে এখানকার বাসিন্দাদের ওপর হামলা চালাতে। এমন অবস্থায় রক্তের বন্যা এড়াতে প্রাসাদ থেকে চলে আসাটাই আমি ভালো মনে করেছি।’

মানুষের মন জয় করতে অক্ষম তালেবান উল্লেখ করে আশরাফ গনি বলেন, ‘তারা তলোয়ার এবং বন্দুকের জোরে শাসন কায়েম করেছে।’

দীর্ঘ ২১ বছর পর আফগানিস্তানে ক্ষমতায় আসা তালেবান এখন ‘ঐতিহাসিক পরীক্ষার’ সম্মুখীন হবে বলে মন্তব্য করেন আশরাফ গনি।

তিনি বলেন, ‘তালেবান তলোয়ার ও বন্দুকের যুদ্ধে জিতে গেছে। এখন দেশ ও দেশবাসীর সম্মান রক্ষার দায়িত্ব ওদের হাতে। তবে, মানুষের মন জয় না করে আজও কেউ ক্ষমতা ধরে রাখতে পারেনি। এবার ঐতিহাসিক পরীক্ষার মুখে পড়েছে তালেবানরা।’

ফেসবুক পোস্টে আশরাফ গনি অবশ্য কোথায় অবস্থান করছেন তা জানান নি।

রোববার রাত দুইটার দিকে আল-জাজিরার এক সাংবাদিকের টুইট উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আশরাফ গনি তার স্ত্রীসহ এরই মধ্যে তাজিকিস্তানে পৌঁছে গেছেন। তার সঙ্গে আছেন জাতীয় নিরাপত্তা উদেষ্টা ও চিফ অব স্টাফ।

রোববার দুপুরে আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে নেয় তালেবান বাহিনী। তার আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৮টির রাজধানীর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠিটি। এরপর বিকেলে তালেবানের শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদার কাবুলে প্রেসিডেন্ট প্যালেসে যান। এসময় তার সঙ্গে বিদেশি কূটনীতিকরাও ছিলেন।

তাদের বৈঠক চলাকালীন আফগানিস্তানের গণমাধ্যমে খবর আসে, আশরাফ গনি পদত্যাগ করেছেন। এর কিছুক্ষণ পর তিনি মন্ত্রিসভার ক’জন সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।

সূত্র: গার্ডিয়ান ও আল জাজিরা

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/08/16/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর