রবিবার, ১২ মে, ২০২৪ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ৩ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ওমান হয়ে আমেরিকার পথে আশরাফ গনি?


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আশরাফ গনির ঠাঁই হয়নি তাজিকিস্তানে। সদ্য প্রাক্তন হওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গতকাল রোববার (১৫ আগস্ট) ইস্তফা দেওয়ার পর পালিয়ে যান তাজিকিস্তানে। তার গতিবিধি প্রকাশ্যে আনা হয়নি নিরাপত্তার খাতিরে।

সূত্রের খবর, তাজিকিস্তান থেকে আশরাফ গনি ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কি না, এখনও পর্যন্ত তা নিশ্চিতভাবে জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রের খবর, ওমান থেকে গনি খুব শীঘ্রই আমেরিকা রওনা দিতে পারেন। তিনি আপাতত সেখানেই থাকবেন। একসময় আমেরিকার নাগরিকত্ব ছিল গনির।

উল্লেখ্য, আফগানিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিবও আশরাফ গনির সঙ্গে ওমানে রয়েছেন।

এদিকে গনির দেশত্যাগে ক্ষুব্ধ কাবুলসহ গোটা আফগানিস্তান। তাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন অনেকেই।

২০ বছর পর তালেবান পুনরুত্থানের জন্য গনির অদূরদর্শিতা দায়ী-এমনটাই মনে করছেন আফগান মুলুকের সাধারণ মানুষ। ফলে কাবুলে ফেরার জো যে আর নেই নেতার সেটা স্পষ্ট।

গতকাল রোববার দেশত্যাগের পর আফগান নাগরিকদের উদ্দেশে আশরাফ গনি ফেসবুকে বার্তায় বলেছিলেন, আফগানিস্তানে রক্তের বন্যা এড়াতেই তিনি দেশে ছেড়েছেন। তার হাতে এর কোন বিকল্প ছিল না।

আরও পড়ুন:

আমি কঠিন পরীক্ষার মুখে পড়েছিলাম: আশরাফ গনি

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/08/16/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf/

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর