শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

কাবুলের আরও কাছে তালেবান, বিনাযুদ্ধে জালালাবাদ দখল (ভিডিও)



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ আগস্ট, ২০২১ ১২:১৫ : অপরাহ্ণ

মাজার-ই-শরিফ, গজনি ও কান্দাহারের পর জালালাবাদও দখল করলো তালেবান যোদ্ধারা। সম্পূর্ণ আফগানিস্তান দখলের দিকে আরও এক কদম এগিয়ে গেলো তালেবান।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ দখল করতে কোনও বাধার মুখেই পড়তে হয়নি তালেবানকে। একেবারে বিনাযুদ্ধেই শহরটির দখল নিয়ে ফেলেছে তারা। সকালে উঠে দরজায় দরজায় তালেবানের পতাকা ঝুলতে দেখেন স্থানীয়রা।

এই শহরটির পতনের মধ্য দিয়ে একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির বাকি সব গুরুত্বপূর্ণ শহরে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের একেবারে গা ঘেঁষে রয়েছে জালালাবাদ। আজ রোববার ভোরে শহরটি দখলে নেয় তালেবান যোদ্ধারা। এটি আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর এবং রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ মাইল পূর্বে অবস্থিত। এর কিছু সময় আগে চতুর্থ বৃহত্তম আফগান শহর মাজার-ই-শরীফ দখলে নেয় তালেবান।

জালালাবাদ দখলের মাধ্যমে আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের ২৩টির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।

জালালাবাদের গভর্নরের দফতরে নিজেদের অবস্থানের ছবি অনলাইনে পোস্ট করেছে তালেবান।

অপরদিকে স্থানীয় বাসিন্দারাও সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবানের জালালাবাদের নিয়ন্ত্রণ নেয়ার তথ্য নিশ্চিত করেছে।

আহমদ ওয়ালি নামের এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘সকালে ঘুম থেকে আমরা উঠে পুরো শহরে তালেবানের সাদা পতাকা দেখছি। কোনো প্রকার যুদ্ধ ছাড়াই তারা প্রবেশ করেছে।’

কাবুলের আরও কাছে তালেবান, বিনাযুদ্ধে জালালাবাদ দখল

জালালাবাদ তালেবানের দখলে যাওয়ায় পূর্ব দিক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাবুল।

সরকারি বাহিনীগুলোর এমন বিপর্যয়ের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির ওপর পদত্যাগের চাপ বাড়ছে।

কাবুলে নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করবে নাকি আত্মসমর্পণ করবে এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি স্ত্রী-পরিবার নিয়ে দেশ ছেড়ে পালাতে পারেন বলে চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও গতকাল শনিবার জাতির উদ্দেশে ভাষণে আশরাফ গনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দেশবাসীকে আশ্বাস দিলেও গনি আসলে ভিতরে ভিতরে হার স্বীকার করে নিয়েছেন বলে দাবি আফগানিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলির।

এদিকে শনিবার দিনশেষে তালেবানরা একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, তালেবানরা দ্রুততার সঙ্গে যে অর্জন করছেন, সেটা এই বিষয়ই প্রমাণ করে যে- আফগান জনগণের কাছে তাদের জনপ্রিয়তা কতটুকু। এ সময় আফগান জনগণ এবং বিদেশিদের নিশ্চয়তা দেয়া হয় যে, তারা নিরাপদ থাকবেন। এতে আরো বলা হয়, ইসলামিক এমিরেট (তালেবান) সব সময়ই তাদের জীবন, সম্পদ, সম্মান সুরক্ষিত রাখবে। প্রিয় দেশবাসির জন্য সৃষ্টি করবে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ। এতে আরো নিশ্চয়তা দেয়া হয় যে, কূটনীতিক এবং ত্রাণকর্মীদের কোনোই সমস্যা হবে না।

আল জাজিরার খবরের বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনাদের প্রত্যাহারের ঘোষণা আসে কিছুদিন আগে। এরপর গত কয়েক সপ্তাহে সারাদেশে তালেবানরা ছড়িয়ে পড়ে। তাদের প্রচারণা, দখলদারিত্ব বিদ্যুতবেগে ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে আফগানিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা দৃশ্যত ধসে পড়েছে। আর তা দেখে হতাশা প্রকাশ করছে পশ্চিমা দেশগুলো।

এমন অবস্থায় আফগানিস্তান থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে পর্যায়ক্রমে উদ্ধারে ৫ হাজার সেনা মোতায়োনের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেুসিডেন্ট জো বাইডেন।

https://twitter.com/ElectionWiz/status/1426737126150975492?s=20

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর