শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

তালেবানের আহ্বানে যুদ্ধে গেছে কিছু বাংলাদেশি: ডিএমপি কমিশনার



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২১ ১:২০ : অপরাহ্ণ

তালেবানের আহ্বানে যুদ্ধ করতে কিছু বাংলাদেশি বিভিন্ন পন্থায় আফগানিস্তান যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সম্প্রতি তালেবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে কিছু বাংলাদেশি হিজরতে ঘর ছেড়েছে। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে আর আর কিছু মানুষ হেঁটে বা অন্য উপায়ে আফগানিস্তানের পৌঁছানোর চেষ্টা করছে।’

আজ শনিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম, ‘জঙ্গিদের নজরদারির জন্য সাইবার তৎপরতা বাড়ানো হয়েছে। সারা পৃথিবী এখন সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গিরাও একই মিডিয়ায় তাদের রিক্রুট ও উদ্বুদ্ধ কাজে সক্রিয়। তবে সরকারের সকল গোয়েন্দা সংস্থা সন্ত্রাসবাদীদের বিষয়ে তৎপর রয়েছে। জঙ্গিরা থেমে নাই এটা বলা যায়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোন ধরনের ঘটনা না ঘটে।’

শফিকুল ইসলাম, ‘গত পরশুদিন আমরা জঙ্গি সংগঠনের একজন লিডিং সদস্যকে গ্রেপ্তার করেছি। তিনি বোমা বিশেষজ্ঞ, অনলাইনে তিনি বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন। নারায়ণগঞ্জের যে শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে সেটাও সরাসরি তার তত্ত্বাবধানে তৈরি করা হয়।’

আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণই জঙ্গিদের প্রধান লক্ষ্য উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘এজন্য ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না। তারা শোকাবহ এ দিনটিতে অনুষ্ঠানস্থল না হলেও ২ কিলোমিটারের মধ্যেও যদি কোন ঘটনা ঘটাতে পারে, তাহলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করিনা এ ধরনের কোনো ঘটনা ঘটবে। যেকোনো ধরনের ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছি।’

সম্প্রতি আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে ১৫টির ক্ষমতা দখল করেছে তালেবান। মে মাসে দেশটিতে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর দেশটির বিভিন্ন অঞ্চল দখল করতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়ায় তালেবান অস্ত্রধারীরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর