রবিবার, ১২ মে, ২০২৪ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ৩ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

লকডাউন শিথিলের সিদ্ধান্ত আত্মঘাতী: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২১ ২:৩২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সরকারের লকডাউন শিথিলের সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ডেল্টা করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউন শিথিল করা হয়েছে। এই সিদ্ধান্ত জনবহুল দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির আরও বেশি আশঙ্কা দেখা দিয়েছে।’

আজ (১৪ আগস্ট) শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লকডাউন কেন ফলপ্রসূ হয়নি, তা ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বরাবরই বলে এসেছে দিন আনে দিন খায় মানু্ষের খাদ্য নিরাপত্তা, নিম্ন আয়ের মানুষের কাছে ক্যাশ ট্রান্সফার করা সবচেয়ে জরুরি ছিল। সরকার কর্ণপাত করেনি। সে কারণে অপরিকল্পিত লকডাউন ফলপ্রসূ হয়নি।’

টিকা নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে-এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণের সাথে প্রতারনা করছে, অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে। সরকারের হিসাবেই দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা পেয়েছে মাত্র ৫২ লাখ মানুষ। প্রথম ডোজ পেয়েছে এক কোটি ৫৩ লাখ। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের শামিল।’

মির্জা ফখরুল বলেন, ‘টিকা নিয়ে আজ পর্যন্ত সরকার সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দিতে ব্যর্থ হয়েছে। জনগণের জীবন বিপন্ন করার সকল দায় এই সরকারকেই নিতে হবে। টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি। উপরন্তু, দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকাপ্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা।’

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খুলনার রূপসায় মন্দির-দোকান ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার কুলাউড়ায় খাসিয়াদের ওপর হামলা, পটুয়াখালীর রাখাইনপল্লী উচ্ছেদের হুমকির তীব্র নিন্দা জানান। এ সকল সাম্প্রদায়িক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণে সরকারের নির্লিপ্ততার নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর