শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

একদিনেই আফগানিস্তানের ৩ প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ আগস্ট, ২০২১ ১১:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

একদিনেই আফগানিস্তানের তিনটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান।

দখলকৃত শহরগুলো হচ্ছে কুন্দুজ প্রদেশের কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের সার-ই-পুল এবং তাখার প্রদেশের তালোকান।

সরকারি বাহিনীকে হটিয়ে তালেবান যোদ্ধারা শহরগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।

এর আগে, জোজ্জন প্রদেশের রাজধানী শেবারগান ও নিমরোজের জারাঞ্জ শহরও তালেবান কব্জা করেছিল।

শুক্রবার থেকে তাদের এই অভিযান শুরু হয়। মাত্র তিন দিনেই মোট পাঁচটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

রোববার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই তিনটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে যায়।

এই পাঁচ নগরীর মধ্যে কুন্দুজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর ফলে উত্তরাঞ্চলের বিশাল এলাকার ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।

এর আগে ২০১৬ সালে অল্প সময়ের জন্য কুন্দুজ প্রদেশের রাজধানী দখলে নিয়েছিলো তালেবান।

কুন্দুজের প্রাদেশিক পরিষদের এক আইনপ্রণেতা বলেন, নগরীর কেবলমাত্র একটি বিমানবন্দর এবং সেনাঘাঁটি ছাড়া আর সবই দখল করে নিয়েছে তালেবান। তবে খোয়া যাওয়া সব এলাকা পুনর্দখল করতে খুব শিগগিরই বড় ধরনের সেনা অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র।

সার-ই-পুলেও তালেবান যোদ্ধারা প্রাদেশিক কর্মকর্তাদেরকে মূল নগরী থেকে হটিয়ে দিয়েছে। এই কর্মকর্তারা এখন কোণঠাসা হয়ে আছেন কাছের একটি সামরিক ঘাঁটিতে। প্রাদেশিক পরিষদের এক সদস্য জানিয়েছেন এমন কথাই।

এদিকে, তাখার প্রদেশের পার্লামেন্টের এক প্রতিনিধি আশরাফ আয়ানি রোববার সন্ধ্যায় বলেন, তালেবানের হাতে প্রাদেশিক রাজধানী তালোকানের পতন হয়েছে। যোদ্ধারা সব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বন্দিদের মুক্ত করে দিয়েছে। সরকারি কর্মকর্তারা পালিয়ে আশ্রয় নিয়েছেন কাছের একটি জেলায়।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা চূড়ান্তভাবে প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করে তালেবান। দ্রুত সময়ের মধ্যে দেশটির প্রান্তিক এলাকাগুলো তালেবানের হাতে চলে যায়।

দেশটির বেশিরভাগ জেলা এখন তালেবানের নিয়ন্ত্রণে। সম্প্রতি বড় শহর এবং প্রাদেশিক রাজধানীগুলোর দিকে নজর দিয়েছে তালেবান যোদ্ধারা। হেরাত, কান্দাহার শহর এবং হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ’র দখল নিয়ে গত কয়েক দিন ধরে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর