বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

দেশ থেকে করোনা যাক, এটা সরকার চায় না: টুকু



প্রতিনিধি, গাজীপুর প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২১ ৮:২০ : অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘এই সরকার দেশ থেকে করোনা যাক, এটা চায় না। চাইলে সরকার আরও উদ্যোগ গ্রহণ করতো। তারা ধরেই নিয়েছে, দেশে ১৮ কোটি লোকের মধ্যে ৪/৫ লাখ লোক মরে গেলে কী হবে?’

আজ (৬ আগস্ট) শুক্রবার দুপুরে গাজীপুরে বিএনপির করোনা হেল্প সেন্টার ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জয়দেবপুরের জেলা কার্যালয়ে ‘করোনা হেল্প সেন্টার’ উদ্বোধন উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠান হয়।

বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সরকারের ব্যর্থতা বলে দিনরাতেও শেষ করা যাবে না। যে সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না, যারা জনগণের রায়ে বিশ্বাস করে না সেই সরকারের পক্ষে এটা করাই সম্ভব। এরা রাজনৈতিক সরকার না। তারা আমলা চালিত সরকার। তাদের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ (আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য) পার্লামেন্টে আমলাদের কাছে কত অসহায় সেটা প্রকাশ করেছেন। এটার পরে তো আর বলার কিছু থাকে না।’

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) কিছুই না। ওসি, ডিসি, এসপি গোটা দেশের মালিক। ওরাই তো রাতের বেলা অন্ধকারে ভোট চুরি করে আজকে এই সরকারকে বসিয়েছে। তোফায়েল আহমেদের ওই বক্তব্যে বুঝা যায়, আওয়ামী লীগ দল হিসেবে নাই।’

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগরের আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, মহানগরের সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন, গাজীপুর জেলার সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর