রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২১ ২:৫০ : অপরাহ্ণ
সৌদি আরবের রিয়াদে জাকির হোসেন (২৯) নামে এক বাংলাদেশি যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। রিয়াদের আল হারা এলাকায় একটি বাসায় তিনি থাকতেন। বুধবার সকালে ওই বাসাতেই জাকিরকে গলাকেটে ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে হত্যা করা হয়। কিছুদিন পর দেশে এসে তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।
জাকিরের বড় ভাই দুলাল মিয়া গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
নিহত জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইলের মো. কাঞ্চন মিয়ার ছেলে।
দুলাল মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে আমার এক শ্যালক সৌদি আরব থেকে বিষয়টি জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তার লাশের একটি ছবিও আমরা পেয়েছি।
তবে কারা কেন জাকিরকে এভাবে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।
২০০৮ সাল থেকে সৌদি প্রবাসী জাকির হোসেন আড়াই বছর আগে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একবার দেশে এসেছিলেন ছুটিতে। কিছুদিন পর তার আবার দেশে আসার কথা ছিল। স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক করে রেখেছিল পরিবার।