রবিবার, ১২ মে, ২০২৪ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ৩ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, ১৭ জনের মৃত্যু


প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় :৪ আগস্ট, ২০২১ ২:২০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৬ জন।

আজ (৪ আগস্ট) বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রফিক এবং মনির। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

মৃত ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিব আল রাব্বী জানান, বেলা ১২টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নৌকায় করে বরযাত্রীর একটি দল পদ্মা পার হচ্ছিল। তারা একটি বিয়ের তিনদিন পর কনের বাড়ি থেকে বর এবং বউ আনতে যাচ্ছিলেন। পথে নৌকা শিবগঞ্জের পাঁকা নারায়ণপুর ঘাটে পৌঁছালে যাত্রীরা একটি চালার নিচে আশ্রয় নেন। এসময় তাদের ওপর হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১৭জন। ঝলসে যান কয়েকজন।

আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর