নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ আগস্ট, ২০২১ ১২:৩০ : পূর্বাহ্ণ
রাজধানীর বারিধারায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পিয়াসার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা, ৯ বোতল বিদেশি মদ এবং সিসা তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ৪টি স্মার্টফোনও জব্দ করা হয়।
অভিযান শেষে ডিবির নারী সদস্যরা পিয়াসাকে একটি মাইক্রোবাসে তুলে ডিবি অফিসে নিয়ে যান।
ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে পিয়াসাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহাবুব পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু পরবর্তীতে সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগীদের একজন।
সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারের পর যে মামলা হয়েছিল, তাতেও মডেল পিয়াসার নাম ছিল।
জানা গেছে, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই সাফাতের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।