রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও ১১ জন


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১ আগস্ট, ২০২১ ১০:৪০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৯২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

আজ রোববার (১ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার (৩১ জুলাই) চট্টগ্রামে ৭৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ৪ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯.০৩ শতাংশ।

শনাক্ত রোগীদের মধ্যে ৫৩২ জন নগরীর ও ৩৯৫ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ৬ জন নগরীর ও ৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন। এর মধ্যে ৬২ হাজার ৮৮ জন নগরীর ও ২০ হাজার ৭৯৮ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা গেছেন ৯৭৩ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৮৩ জন ও উপজেলার ৩৯০ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর