শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ৭৪২ জন নতুন রোগী শনাক্ত, মৃত্যু ৪



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৩১ জুলাই, ২০২১ ১২:০১ : অপরাহ্ণ

চট্টগ্রামে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৭৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।এ সময় করোনায় সংক্রমিত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩১ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৪৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ৯ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪.৭৭ শতাংশ।

শনাক্ত রোগীদের মধ্যে ৬৪৯ জন নগরীর ও ৯৩ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ৩ জন নগরীর ও ১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে শনাক্ত হয়েছেন ৮১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ৬১ হাজার ৫৫৬ জন নগরীর ও ২০ হাজার ৪০৩ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা গেছেন ৯৬২ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৭৭ জন ও উপজেলার ৩৮৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর