শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

লকডাউন অব্যাহত রাখার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২১ ২:০০ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আগামী ৫ আগস্টের পরও অব্যাহত রাখতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি এখন যে অবস্থায় আছে, শিল্প কারখানা, অফিস আদালত সব কিছু খুলে দিলে সংক্রমণ বাড়বেই। সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা সংকুলান হবে না।‌ তাই যেভাবেই হোক সংক্রমণ ও মানুষের চলাচল সীমিত রাখতে হবে। তাই আমরা চলমান লকডাউন অব্যাহত করার কথা বলছি।’

তিনি বলেন, ‘সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কী, এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আমরা সরকারকে চলমান লকডাউন বাড়ানোর পরামর্শ দিয়েছি। তবে এ বিষয়ে এখনও সরকার সিদ্ধান্ত নেয়নি।’

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় লকডাউন। কঠোর এ লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর