শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

দেশে পৌঁছেছে জাপানের উপহারের ২ লাখ ৪৫ হাজার টিকা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ জুলাই, ২০২১ ৪:৪০ : অপরাহ্ণ

জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। জাপান সরকার উপহার হিসেবে বাংলাদেশকে এ টিকাগুলো দিয়েছে।

আজ (২৪ জুলাই) শনিবার বেলা পৌনে ৩টায় টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এগুলো গ্রহণ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ দূতাবাসের কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিকাগুলো গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জাপান আমাদের বন্ধুপ্রতীম দেশ। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বাংলাদেশকে টিকা দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি। আমরা আশা করছি, আগামী শুক্রবার জাপান থেকে আরও পাঁচ লাখ টিকা আসবে। আমরা জাপান থেকে মোট ৩০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব বলে আশা করছি।’

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, আগামী মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আসবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সর্বপ্রথম ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাদান গত ২৭ জানুয়ারি শুরু হয়। ইতিমধ্যে ৫৮ লাখের বেশি মানুষ প্রথম ডোজ এবং ৪৯ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে।

টিকার মজুত শেষ হয়ে আসায় প্রথম ডোজ নিয়েছিলেন এমন কয়েক লাখ মানুষ দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন। জাপান সরকারের উপহার দেয়া এসব টিকা অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর