শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে ১০ শতাংশ, মৃত্যু ৬



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৩ জুলাই, ২০২১ ১২:০১ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে শনাক্তের হার বেড়েছে ১০ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত হয়েছে ৪৫১ জন। শনাক্তের হার ৩৫.৭৩ শতাংশ। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ১ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত হয়েছিল ৪২৮ জনের। শনাক্তের হার ছিলো ২৫.৭৬ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ২৩৭ জন নগরীর ও ২১৪ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের সকলেই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ২৬১ জন। এর মধ্যে ৫৬ হাজার ১৮২ জন নগরীর বাসিন্দা ও ১৮ হাজার ৭৯ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মারা গেছেন ৮৬৮ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৩৬ জন ও উপজেলার ৩৩২ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর