রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

কোম্পানীগঞ্জে এমপি একরামকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করলেন কাদের মির্জা


প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :২২ জুলাই, ২০২১ ১০:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কোম্পানীগঞ্জে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীকে অবাঞ্চিত ঘোষণা করেছেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

গতকাল বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মেয়র কাদের মির্জা বলেন, ‘একরাম (নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী) কোম্পানীগঞ্জে শান্তি চায় না। সে অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আজ থেকে এ কোম্পানীগঞ্জে একরামকে অবাঞ্চিত ঘোষণা করলাম। তাকে কোম্পানীগঞ্জে যেখানেই পাবেন, সেখানেই প্রতিরোধ করবেন। আর একরামকে কোম্পানীগঞ্জে ঠাঁই দেওয়া হবে না।’

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ ও কবিরহাটবাসীকে একটি সুসংবাদ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা। তিনি বলেন, ‘আমি কোম্পানীগঞ্জ ও কবিরহাটবাসীর জন্য একটা সুসংবাদ শুনাচ্ছি। সেটা হলো-আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোম্পানীগঞ্জ কবিরহাট এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এ সুখবর আমাকে দিয়েছেন।’

তিনি বলেন, ‘আপনাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব এই অসহায় মানুষগুলোকে সহায়তার জন্য ১০০ বস্তা চাল পাঠিয়েছেন। এখানে যে আমরা শাড়ি, লুঙ্গি বিতরণ করেছি সেখানেও তিনি সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও করবেন। আমাদের বেকার যুবকদের জন্য উনি চাকরির ব্যবস্থা করবেন।’

মেয়র কাদের মির্জা বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে চিকিৎসার জন্য দেশের বাইরে আমেরিকায় যেতে হবে। যাওয়াটা আমার এখন বাধ্যতামূলক। বেশিদিন সেখানে থাকব না। চিকিৎসা শেষে আবার দেশে ফিরলে আমাদের দেখা হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর