নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ জুলাই, ২০২১ ১০:০১ : পূর্বাহ্ণ
করোনা মহামারি থেকে মুক্তির জন্য দোয়া করে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ বুধবার (২১ জুলাই) সকালে নগরীর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। এতে ইমামতি করেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। স্বাস্থ্যবিধি মেনে নামাজে হাজারো মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে মহান স্রষ্টার কাছে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় মুসল্লিরা কান্নাজড়িত কণ্ঠে আমিন আমিন উচ্চারণ করতে থাকেন।
জমিয়তুল ফালাহ মসজিদে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মুহাম্মদ সিদ্দিকী।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এ মসজিদেও হাজারো মুসল্লি অংশ নেন।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।