সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ঢাকায় পৌঁছেছে চীনের ২০ লাখ টিকার চালান



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২১ ৯:৪০ : পূর্বাহ্ণ

অবশেষে ঢাকায় পৌঁছেছে চীন থেকে আমদানি করা সিনোফার্মের ২০ লাখ টিকা। শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে প্রথম ১০ লাখ ও রাত তিনটার দিকে দ্বিতীয় চালানের বাকি ১০ লাখ টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব শামসুল হক গণমাধ্যমকে জানান, চীন থেকে দুই দফায় ২০ লাখ ডোজ টিকার চালান দেশে এসেছে। টিকাগুলো সিরামের টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ওয়্যার হাউসে রাখা হবে। পরে তারা স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় টিকা পৌঁছে দেবে। যেহেতু জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে তাই টিকাগুলো এখান থেকে জেলা-উপজেলায় পাঠানো হবে।

এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে ৩ কোটি টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এসব টিকা। কেনা টিকার বাইরে চীন উপহার হিসেবে দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ টিকা দিয়েছে।

আগামী সোমবার কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার উৎপাদিত আরও ৩৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। সোমবারই টিকাগুলো দেশে পৌঁছাবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর