রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২১ ১:৩০ : অপরাহ্ণ
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ এর হাতে পুরস্কার ওঠেনি। প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের সিনেমা হিসেবে জায়গা করে নিয়েই ইতিহাস সৃষ্টি করে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও দেখেছিলেন সিনে সমালোচকরা। তবে মরিয়ম নয়, ‘আনসার্টেন রিগার্ড’ (ভিন্ন দৃষ্টিকোণ) বিভাগের সেরা ছবি জিতে নিয়েছে রাশিয়ার “আনক্লেনসিং দ্য ফিস্টস”।
শুক্রবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানের ডুবসি থিয়েটারে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়। যেখানে জানানো হয়, এ বিভাগের সেরা ছবি ও নির্মাতা কিরা কোভালেঙ্কোর নাম।
গ্র্যান্ড প্রাইজ ছাড়াও এ বিভাগে জুরি প্রাইজ জিতে নেয় অস্ট্রিয়ার নির্মাতা সেবাস্তিয়ান মিজের ‘গ্রেট ফ্রিডম’, এনসেম্বল প্রাইজ জিতে নেয় ফরাসী অভিনেত্রী, লেখক ও নির্মাতা হাফসিয়া হের্জির ‘গুড মাদার’, প্রাইজ অব কারেজ জিতে নিয়েছে টেওডোরা মিহাইয়ের ‘লা সিভিল’, ভ্লাদিমির জোহানসনের ‘ল্যাম্ব’ জিতে নিয়েছে ‘প্রাইজ অব ওরিজিনালিটি’ এবং স্পেশাল মেশন জিতে নিয়েছে তাতিয়ানা হুজোর ‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’।
গত ৭ জুলাই কানের ডুবসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’এর উদ্বোধনী প্রদর্শনীর পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের এই সিনেমাটির যেভাবে প্রশংসা করেছে, তাতে শুধু সিনেমা সংশ্লিষ্টরাই নয়- আট হাজার কিলোমিটার দূর থেকে ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন বাংলাদেশের সিনেমাপ্রেমীরাও।
তবে পুরস্কার না জিতলেও কানের মতো পৃথিবীর অন্যতম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমাকে পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্বকে বড় করে দেখছেন দেশের সিনেমাপ্রেমীরা। পুরস্কার ঘোষণার আগে ‘রেহানা মরিয়ম নূর’এর কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধনের সুরেও এমনটাই শোনা গেছে।
এদিন দুপুরে তিনি এক ভিডিও বার্তায় জানান, আমার হাত-পা ঠাণ্ডা হয়ে আসছে। জানি না কী আছে ভাগ্যে। তবে পুরস্কার না পেলেও আমার আক্ষেপ নেই। কারণ, এ পর্যন্ত যা যা পেয়েছি তার সবটুকুই আশাতীত ছিল। আবারও বলছি, পুরস্কারটি না পেলেও আমাদের দুঃখ নেই। কারণ, আমরা সবার যে ভালোবাসা পেয়েছি সেটা কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে মিলবে না।’
উল্লেখ্য, ‘আনসার্টেন রিগার্ড’(ফরাসি উচ্চারণে: আঁ সার্তেইন রিগার্দ) কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনের একটি বিভাগ। অঁ সতেঁ রিগা বিভাগের পুরস্কার দেয়া হয় বিচারকদের ইচ্ছায়। তারা চাইলে নতুন পুরস্কারের বিভাগ তৈরি করতে পারেন। আবার কোনো পুরস্কার বাদও দিতে পারেন। এ বছর বিভাগটিতে সেরা অভিনয়শিল্পী বা সেরা পরিচালকের কোনো পুরস্কার দেয়া হয়নি। বিভাগটির বিচারকদের সভাপতি হিসেবে ছিলেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। জুরি সদস্য হিসেবে ছিলেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসি অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।