শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

‘জনগণের টাকায় ধনীদের হাসপাতাল চাই না’



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৫ জুলাই, ২০২১ ১১:৫২ : অপরাহ্ণ

‘পিপিপি মানে জনগণের টাকা, জনগণের টাকায় ধনীদের হাসপাতাল চাই না। যতদিন হাসপাতাল নির্মাণের এ সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততদিন চট্টগ্রামবাসী এ আন্দোলন পরিচালনা করবে।’

চট্টগ্রামের সিআরবিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে ‘নাগরিক সমাজ চট্টগ্রাম’ নামের একটি সংগঠনের প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা একথা বলেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সিআরবির সাত রাস্তার মোড়ে নগরের বিশিষ্টজনদের আহ্বানে সব শ্রেণি-পেশার নাগরিকদের অংশগ্রহণে এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার এই প্রকল্প বাতিল না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এই কর্মসূচি থেকে।

কর্মসূচিতে অংশ নিয়ে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এই সিআরবি। সবাই বলেছেন সিআরবি রক্ষা করতে হবে চট্টগ্রামের স্বার্থে। চট্টগ্রামের মানুষ এখানে বেসরকারি হাসপাতাল চায় না। এ আন্দোলনে শুধু চট্টগ্রামের সর্বস্তরের মানুষ নয় রাজনৈতিক নেতৃবৃন্দও শামিল হয়েছেন। যতদিন হাসপাতাল নির্মাণের এ সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততদিন চট্টগ্রামবাসী এ আন্দোলন পরিচালনা করবে। ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামের স্বার্থে আমরা এ আন্দোলন এগিয়ে নিয়ে যাবো।’

কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘শুধু গাছ নয় আমরা সিআরবির পুরো জায়গাটাই রক্ষা করতে চাই। ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিধন্য সিআরবি। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছেন এখানে। সংবিধানের দ্বিতীয় ভাগের ২৪ ধারায় বলা আছে, ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান রক্ষা করতে হবে। পিপিপি মানে জনগণের টাকা, জনগণের টাকায় ধনীদের হাসপাতাল চাই না।’

খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, ‘রেলের জমি বলে কিছু নেই, সব জনগণের সম্পত্তি। সরকারি কোনো জায়গায় কোনো বেসরকারি প্রতিষ্ঠান হতে পারবে না। বেসরকারি হাসপাতালের চরিত্র করোনাকালে দেখেছি আমরা। এই প্রকল্প বাতিল না হলে আমরণ অনশন করবো সবাইকে নিয়ে।’

মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ‘রেলওয়ে বলছে এখানে হাসপাতাল হলে গাছ কাটা পড়বে না। গুনে দেখেছি তিনশ’ গাছ আছে শতবর্ষী গাছসহ। যা বলা হচ্ছে গাছ কাটা হবে না, তা সঠিক নয়। হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হলে এ এলাকা ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রীকে যদি সঠিক তথ্য জানানো যায় তাহলে তিনি এ প্রকল্প বাতিল করবেন।’

মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ বলেন, ‘সিআরবিতে ৯ জন শহীদের কবর আছে। শহীদের সমাধির ওপর রক্তাক্ত স্বাধীনতার ইতিহাস ম্লান করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ রাজনীতিবিদের হাতে রাজনীতি নেই। মহিউদ্দিন চৌধুরী থাকলে কারো সাহস হতো না এখানে হাসপাতাল করার। চট্টগ্রামে কোনো পার্ক নেই। চট্টগ্রামের হৃৎপিণ্ড ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। ধনীদের প্রাইভেট হাসপাতাল আমরা চাই না। প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা। বিনীত অনুরোধ প্রাকৃতিক শোভামণ্ডিত স্থানটি রক্ষা করুন।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘সিআরবি এলাকা সিডিএ কর্তৃক হেরিটেজ ঘোষিত হয়েছে। এখানে হাসপাতাল হতে পারে না। রেল মন্ত্রণালয় তারপরও অনেক কিছু গোপন করে হাসপাতাল করতে চেয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যদি সিআরবিতে চট্টগ্রামের মানুষ হাসপাতাল না চায় তাহলে হবে না। মানুষের চেতনা, নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না।’

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, সিপিবি নেতা নূরুচ্ছফা ভুঁইয়া, পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আলীউর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নাগরিক সমাজের পক্ষে বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সাংবাদিক আসিফ সিরাজ, ঋত্তিক নয়ন, নগর ছাত্রলীগের সহ সভাপতি আ ফ ম সাইফুদ্দিন, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনি সেন।

আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবাদী আবৃত্তি পরিবেশন করেন শিল্পী রাশেদ হাসান ও মিলি চৌধুরী।

এ কর্মসূচিতে সংহতি জানায় প্রমা, বোধন, বাংলাদেশ ছাত্রলীগ, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন, আমরা চট্টগ্রামবাসী, স্মাইল বাংলাদেশ, আমরা কৃষকের সন্তান পরিষদ, মুসাফির, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ জেলা, ভয়েস অব চট্টগ্রাম, জাগো চট্টগ্রাম বাঁচাও সিআরবি, অদিতি সঙ্গীত নিকেতন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর