শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

হাসপাতালে করোনায় স্ত্রীর মৃত্যুর খবর শুনে পালালেন স্বামী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৮ জুলাই, ২০২১ ৭:২০ : অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গতকাল বুধবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসমা আকতার (৩৮) নামে এক নারী মারা যান। মৃত্যুর আগপর্যন্ত তার স্বামী মোজাম্মেল হক হাসপাতালে ছিলেন। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি উধাও হয়ে যান। সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, স্ত্রীর মৃত্যুর খবর শুনে হাসপাতাল থেকে পালিয়েছেন তার স্বামী।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর আগ্রাবাদ মৌলভীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এ দম্পতি। তাদের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ জুলাই) সকালে চমেক হাসপাতালে আসমা আক্তারকে ভর্তি করান স্বামী মোজাম্মেল। আসমা করোনা ‘পজিটিভ’ ছিলেন। তাকে করোনা ওয়ার্ডের রেড জোনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। গতকাল রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায়ে রাত একটার দিকে তিনি মারা যান।

হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, ভর্তির পর ওই নারীর স্বামী ওয়ার্ডে যোগাযোগ রেখেছিলেন। তিনি ওয়ার্ডের বাইরে ছিলেন। রাতে রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা হাসপাতালের রেজিস্ট্রারে থাকা স্বামীর নম্বরে যোগাযোগ করলে তিনি আসছেন বলে জানান। কিন্তু আর আসেননি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম ভূঁইয়া রাজনীতি সংবাদকে জানান, ওই নারী মারা যাওয়ার পর তার স্বামীকে কয়েকবার ফোন করা হয়। তিনি শুধু বারবার আসবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আসেননি। একপর্যায়ে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর লাশ দাফনের জন্য পরে স্বেচ্ছাসেবী সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করে।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক মো. সাজ্জাত হোসেন রাজনীতি সংবাদকে বলেন, ‘ওই নারীর মৃত্যুর খবর শুনে তার স্বামী পালিয়ে গেছেন। পরে আমরা তার লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর