শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানজট



প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :৮ জুলাই, ২০২১ ২:৫০ : অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকরা দুই মহাসড়কের রাস্তার মাঝে আড়াআড়িভাবে ট্রাক, পিকআপ ভ্যান ও বিদুৎতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে। এসময় শ্রমিকরা লাঠি হাতে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেয়।

অবরোধের কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে, সেসব যানবাহনের কারণে সেতুর দুপাশে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, চার মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না শ্রমিকরা। কারখানাটি বর্তমানে বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখছে না। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন। বেতন–ভাতা পরিশোধ না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর