মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে করোনার গতি বাড়ছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭১৩, মৃত্যু ৯



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৮ জুলাই, ২০২১ ১০:২০ : পূর্বাহ্ণ

সারাদেশে করোনাভাইরাসের গতি ক্রমশই বাড়ছে ৷ চট্টগ্রামেও গতি বাড়িয়ে করোনা ক্রমশই ধরাশায়ী করছে ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। এর আগে গতকাল বুধবার ৬১১, মঙ্গলবার ৬৬২ ও সোমবার ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জন উপজেলার ও ২ জন নগরীর বাসিন্দা। আর শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৭৭ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৩৬ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬২ হাজার ৯১৩ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ৭৪৪ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর