শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

কুষ্টিয়া এখন করোনার হটস্পট!



প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :৮ জুলাই, ২০২১ ১১:০১ : পূর্বাহ্ণ

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। এ সময় ৭৩৪ জনের করোনা নমুনা পরীক্ষা করে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার প্রায় ৩১.২২ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৬৪ হাজার ২০২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬৬৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৮৬ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩০ জন।

এখন কুষ্টিয়ায় প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা যাচ্ছেন। শনাক্ত হচ্ছেন দুই শতাধিক। করোনা আক্রান্ত সন্দেহে জেলাটির বিভিন্ন অংশের বেশিরভাগ মানুষ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ছুটে আসছেন। ইতিমধ্যে ২৫০ শয্যার হাসপাতালটিকে ২০০ শয্যার করোনা হাসপাতাল ঘোষণা করা হয়েছে। কিন্তু হাসপাতালটিতে ২০০টি শয্যার বিপরীতে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ২০২ ও করোনার উপসর্গ নিয়ে ৮৭ জনসহ মোট ২৮৯ জন ভর্তি রয়েছে। অতিরিক্ত করোনা রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসক ও নার্সরা।শয্যার তুলনায় রোগী বেশি, তাই হাসপাতালের মেঝেতে আসন পাততে হচ্ছে।

এছাড়া ৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৮০ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ সাপোর্ট নেই। অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৬৭১টি, সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট রয়েছে ৮৭টি শয্যায়। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ২১টি।

এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও জেলায় মানুষ স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেশিরভাগ মানুষ মাস্ক ছাড়াই চলাফেরা করছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সঠিক সময়ে কঠোর পদক্ষেপ না নেওয়ায় কুষ্টিয়া এখন করোনার হটস্পট।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর