শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

রাজশাহীতে পৌর মেয়রের বাড়ি থেকে কোটি টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার



প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় :৭ জুলাই, ২০২১ ১২:০১ : অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, ৪০ টির বেশি গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় মেয়রের স্ত্রী জেসমিন বেগম ও তার দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে এ অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়র মুক্তার আলী বাড়ি থেকে পালিয়ে যান।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে পৌর মেয়র মুক্তার আলীর নেতৃত্বে তার লোকজন আড়ানী দক্ষিণ পাড়ায় কলেজশিক্ষক মনোয়ার হোসেন ওরফে মজনুর বাসায় ঢুকে তাকে মারধর করেন। এ সময় তারা তার বাসায় ভাঙচুরও করেন। পূর্ব শত্রুতার জেরে ওই হামলায় মজনু ছাড়াও তার স্ত্রী ও শিশু সন্তান আহত হন। এই ঘটনায় রাতেই থানায় মামলা করেন মজনু। এরপর মুক্তার আলীকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়র মুক্তার আলী আগেই বাড়ি থেকে পালিয়ে যান।

ইফতেখায়ের আলম জানান, মেয়রের বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, ১৬ লাখ ও দেড় লাখ টাকার দুটি চেক, তাজা গুলি ৪৩টি, ব্যবহৃত গুলির খোসা ৪টি, ইয়াবা ২০টি, গাঁজা ১০ গ্রাম, হেরোইন ৭ গ্রাম উদ্ধার করা হয়েছে। এ সময় বাড়িতে থাকা মেয়রের স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।

জানা গেছে, গত পৌরসভা নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। তিনি আড়ানী পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর