শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৫৯ জন শনাক্ত, মৃত্যু ৫



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ জুলাই, ২০২১ ১০:১৫ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৪.১২ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে নগরের ৪১৪ জন এবং উপজেলার ১৪৫ জন।

গতকাল চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ২৬২ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। মারা গিয়েছিল ১ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ৯২৭ জনের এবং মারা গেছেন ৭২২ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর